এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের ১৩ নম্বর ওয়ার্ডে পরপর দুটি মন্দিরে চুরি, চাঞ্চল্য!

Published on: June 23, 2022 । 10:36 AM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালের ১৩ নম্বর ওয়ার্ডে গতরাতে পরপর দুটি মন্দিরের তালা ভেঙে চুরি গেল লক্ষাধিক টাকার জিনিসপত্র। ওই ওয়ার্ডের ষষ্ঠীতলায় শীতলা এবং কালী দুটি আলাদা মন্দিরের তালা ভেঙে ওই চুরির ঘটনা ঘটে। আজ ২৩ জুন সকালে ওই মন্দিরগুলির পুজারি স্বরূপ চক্রবর্তী পুজো করতে গিয়ে দেখেন মন্দিরের তালাগুলি নেই। মন্দিরের ভেতরে কালী এবং শীতলা মূর্তির গায়ের গহনাগুলি উধাও। খোয়া গিয়েছে পুজোর বাসনপত্র সমেত অন্যান্য জিনিসপত্রও। আশেপাশের লোকজন জমায়েত হয়ে ওই ঘটনার কথা জানিয়ে খবর দেওয়া হয় ঘাটাল থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমস্ত কিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করেছেন।

এদিকে ঘাটাল মহকুমা জুড়ে দিনদিন চুরির ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন মহকুমাবাসী। বিগত কয়েক মাসে দাসপুর ও ঘাটাল থানা এলাকায় যেভাবে মন্দিরগুলিকে টার্গেট করে চুরির ঘটনা ঘটেছে তাতে সাধারণ মানুষ রীতিমত আতঙ্কিত। মন্দিরগুলিতে কে বা কারা এভাবে চুরি চালাচ্ছে তানিয়ে চিন্তায় প্রশাসনিক মহলও।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177