নিজস্ব সংবাদদাতা: মাছ ধরার জন্য মাঠে দিয়েছিলেন ঘুনি। সেই ঘুনিতে উঠে এল তিন তিনটে বিশাল বিষধর সাপ। যা দেখে রীতিমত চাঞ্চল্য ছড়াল। ঘাটালের কুশপাতার ১৭ নম্বর ওয়ার্ডের বেলপুকুরের বাসিন্দা ভোলানাথ শী মাছ ধরার জন্য মাঠে ঘুনি দিয়েছিলেন। আজ ২১ জুন সকালে জল থেকে সেই ঘুনি তুলতেই দেখেন ঘুনিতে তিনটে বিশাল আকারের বিষধর সাপে ভর্তি। সাপগুলিকে দেখে প্রথমে আতঙ্কিত হয়ে পড়লেও ভোলানাথবাবু সেগুলিকে মারেননি। প্রতিবেশী ঘন্টেশ্বরী শী বলেন, আমরা সাপগুলিকে না মেরে বনদপ্তরের খবর দিই। রেঞ্জার বিশ্বনাথ মুদিকোরা ঘটনাস্থলে গিয়ে সাপগুলিকে উদ্ধার করে নিয়ে গিয়ে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন।
মাছ ধরার ঘুনিতে পড়ল তিনটে বিশাল সাপ, না মেরে তুলে দেওয়া হল বনদপ্তরের হাতে
Published on: June 21, 2021 । 7:40 PM







