আশিস হুদাইত জেলা সভাপতি, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিকাশ কর

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ‘স্থানীয় সংবাদ’-এর সংবাদ সূত্র বরাবরই যে নির্ভরযোগ্য তা আরও একবার প্রমাণিত হল। এক মাস আগে ‘স্থানীয় সংবাদ’ ই প্রথম জানিয়েছিল তৃণমূলের ঘাটাল জেলা ইউনিটের সভাপতি হতে পারেন দলের দাসপুর-২ ব্লক সভাপতি আশিস হুদাইত। সেটাই বাস্তবায়িত হল। ওই খবর পোস্ট করার পর শঙ্কর দোলইয়ের অনুগামীরা অনেক মন্তব্য করেছিলেন। তাঁরা বলেছিলেন, শঙ্কর দোলই ঘাটাল সাংগঠনিক জেলার

সভাপতি হবেন। কিন্তু শেষ পর্যন্ত তা হল না।
আজ রাজ্য তৃণমূল থেকে যে তালিকা বার করেছে সেখানেই বলা হয়েছে, ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি হচ্ছেন আশিস হুদাইত। চেয়ারম্যান অমল পাণ্ডা, জেলা মহিলা কমিটির সভাপতি কাবেরী চট্টোপাধ্যায়, যুবসভাপতি দিলাপী সিং এবং শ্রমিক সংগঠনের সভাপতি(আইএনটিটিইউসি) বিকাশচন্দ্র কর। এই পাঁচজনের মধ্যে ঘাটাল মহকুমারই

দুজন রয়েছেন। আশিসবাবু এবং বিকাশবাবু।
প্রসঙ্গত, সমগ্র মেদিনীপুর জেলাটিকে দুটি ভাগে ভাগ করে লোকসভা অনুযায়ী দুটি সাংগঠনিক জেলা করা হয়েছে। একটি ঘাটাল এবং অন্যটি মেদিনীপুর। ঘাটাল জেলা কমিটির মধ্যে থাকছে ঘাটাল, দাসপুর, কেশপুর, ডেবরা, সবং, পিংলা এবং চন্দ্রকোণা বিধানসভার সমস্ত এলাকা। অন্যদিকে মেদিনীপুর জেলা কমিটির মধ্যে থাকছে খড়্গপুর, খড়্গপুর সদর, মেদিনীপুর, কেশিয়াড়ি, নারায়ণগড়, দাঁতন, শালবনী এবং গড়বেতা বিধানসভা।

এছাড়াও ঘাটাল মহকুমার পাঁচটি পুরসভার কিছু কিছু শহর সভাপতিদের সরিয়ে দেওয়া হয়েছে। ঘাটাল শহর সভাপতি হয়েছেন তুহিনকান্তি বেরা, খড়ারের অদ্যুত মণ্ডল, চন্দ্রকোণায় প্রদীপ সাঁতরা, রামজীবনপুরে সুজিতকুমার পাঁজা এবং ক্ষীরপাইতে নিতাইচন্দ্র সিং।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।