চন্দ্রকোনায় তৃণমূলের কার্যালয়ে চাবি দিল তৃণমূল

শাসক দল তৃণমূলের গোষ্ঠী দ্বন্দের চরম নজির ঘাটালের চন্দ্রকোনায়। ১ নয় দু দুটি তালা পড়েছে এলাকার এক বুথ কার্যালয়ে। ২৪ শের লোকসভা ভোটের আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দল অব্যহত!নবীন-প্রবীন দ্বন্দ্ব নিয়ে যখন জোর চর্চা শাসকদল তৃণমূলকে নিয়ে।তারই মাঝে চন্দ্রকোনায় শাসকদলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে দু-দুটি তালা পড়েছে এক বুথ কার্য্যালয়ে,একটি জয়ী নির্দলদের তরফে আরেকটি তৃণমূলের।পঞ্চায়েত ভোটে এলাকায় জয়ী হয়েছে তৃণমূলেরই গোঁজ নির্দল প্রার্থী,নির্দলদের মদত দেওয়ার অভিযোগ তৃণমূলের অঞ্চল সহ সভাপতির বিরুদ্ধে।অপরদিকে অঞ্চল সভাপতি ও সহ সভাপতির কোন্দলে অঞ্চল কার্য্যালয়ে যাওয়া বন্ধ করেছেন অঞ্চল সভাপতি।দ্বন্দ্ব মেটাতে একাধিক বৈঠক আলোচনা হলেও ফল হয়নি।তৃণমূল নেতা কর্মীরা চাইছেন দলের কার্য্যালয়ে বসতে অপরদিকে জয়ী নির্দলদের দাবি তারা জয়ী হয়েছে এলাকায় তাই দলীয় কার্য্যালয়ে তারাই বসবে।দলীয় কার্য্যালয় দখলকে ঘিরে ফের প্রকাশ্য চন্দ্রকোনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল।
কথা হচ্ছে চন্দ্রকোনা-২ ব্লকের ভগবন্তপুর ২ নম্বর অঞ্চলের কোল্লা বুথ তৃণমূল কার্য্যালয় ও ভগবন্তপুরে থাকা অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্য্যালয়ের। কার্যালয়ের চাবি কার দখলে থাকবে এই নিয়ে টানাপোড়েন শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে।ভগবন্তপুর ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ রায় ও অঞ্চলের সহ সভাপতি তথা প্রাক্তন প্রধান ইসমাইল খাঁন।দলের দলীয় কার্য্যালয় দখলকে ঘুরে এই দুই নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!