চন্দ্রকোণায় তফসিলি সম্প্রদায়ের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা

বিকাশ আদক, চন্দ্রকোণা: আজ ২৮ সেপ্টেম্বর বিকেল চারটায় চন্দ্রকোণা-২ ব্লকের শিক্ষক সংগঠনের উদ্যোগে তপসিলি জাতিভুক্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে চন্দ্রকোণা শহরের গোঁসাই বাজার প্রাথমিক বিদ্যালয়ে চন্দ্রকোণা-২ ব্লকের তফসিলি সম্প্রদায়ের উন্নয়ন শীর্ষক একটি বিশেষ আলোচনা সভা হল। ওই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের রাজ্য সরকার মনোনীত প্রতিনিধি কৃষ্ণেন্দু বিশুই, চন্দ্রকোণা-২ ব্লকের নবনির্বাচিত ব্লক সভাপতি জগজিৎ সরকার, শিক্ষক নেতৃত্ব   দেবাশিস দে, সঞ্জয় মুখোপাধ্যায়, তাপস মাজি, সঞ্জয় বাগ, শোভন কুন্ডু, অমূল্য পাখিরা প্রমুখ বিশেষ নেতৃত্ববৃন্দ। সভার শুরুতে বিশেষ অতিথিবরণ সহ আলোচনা শুরু হয়। বর্তমান সময়ে পিছিয়ে পড়া তপসিলি জাতির সার্বিক মানোন্নয়নে কোথায় কী ঘাটতি আছে, পঠনপাঠন থেকে সামাজিক পরিকাঠামোগত  সার্বিক বিকাশে কীভাবে তাদের আরও উন্নতি করা যায় সেই নিয়ে তপসিলি জাতিভুক্ত শিক্ষক-শিক্ষিকাদের সুচিন্তিত মতামত শোনা হয় এবং আজকের সভায় বিশেষ অতিথি  কৃষ্ণেন্দু বিশুই, জগজিৎ সরকার আলোচনা ও বিশেষ উপদেশ দেন। পরবর্তী পর্যায়ে তফশিলি সম্প্রদায়ভুক্ত এলাকাগুলিতে আলোচনা সভা করে তাদের অভাব, অভিযোগ শুনে বিশেষ মতামত নিয়ে সার্বিক কল্যান কীভাবে করা যাবে, সেই বিষয়ে নির্দেশ দেন ওইসব এলাকার তফসিলি সম্প্রদায়ভুক্ত শিক্ষিক-শিক্ষিকাদের উপর। শিক্ষক শিক্ষিকারা ওই সভাগুলিতে যোগদান সহ সার্বিক কল্যাণে সর্বদা সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

অতিথি সাংবাদিক: আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:ghatal1947@gmail.com