ঘাটালে বিজেপিতে ভাঙন, বিজেপি ছেড়ে ৫০কর্মী তৃণমূলে

কুমারেশ চানক, স্থানীয় সংবাদ, ঘাটাল: বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির পর রাজ্য জুড়ে বিজেপির কর্মী ও নেতাদের একাংশ ক্রমশ দিশা হারা হয়ে পড়ছে। তারা কোনও ভাবেই বিজেপিকে মনেপ্রাণে আর মেনে নিতে পারছেন না। তাঁদের মধ্যেই একে একে দল ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ ৪ জুলাই ঘাটাল ব্লকের মনশুকা-১ গ্রামপঞ্চায়েত এলাকায় বেশ কয়েক জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। আজ তাঁদের যোগদান করান তৃণমূল নেতা তথা ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই। উপস্থিত ছিলেন কিঙ্কর পণ্ডিত সহ অন্যান্য নেতারা।
যদিও বিজেপির ঘাটাল উত্তর মণ্ডলের সভাপতি তারক বেরা বলেন, আজকে যারা তৃণমূলে যোগদান করেছেন তাঁদেরকে অনেক আগেই দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। আর তৃণমূল যোগদানের যত সংখ্যা দেখাচ্ছে অতজন যোগদান করেননি। তৃণমূল কিছু তাদের দলের কর্মীকেই যোগদান করিয়ে সংখ্যাটা বাড়িয়ে নিয়েছে।
এদিনের এই যোগদান পর্বে তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মাজিকে দেখা যায়নি। তাই এনিয়ে দলের মধ্যেই গুঞ্জন শোনা গিয়েছে।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।