এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে যাত্রীসহ টোটো পুকুরের মধ্যে পড়ে দুর্ঘটনার কবলে শিশুসহ ৪

Published on: September 22, 2019 । 4:54 PM

আজ দাসপুর থানার বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের হরেকৃষ্ণপুর গ্রামের এক পুকুরে যাত্রী সহ টোটো উলটে ভয়াবয় দুর্ঘটনা ঘটেছে বলে জানাগেছে।

প্রত্যক্ষদর্শী সেখ শরিফুল ইসলাম জানান,আজ সকাল প্রায় ৯টা নাগাদ উদয়চক থেকে বৈকুণ্ঠপুর যাওয়ার পথে যাত্রী বোঝাই ওই টোটো নিয়ন্ত্রণ হারিয়ে হরেকৃষ্ণপুরে রাস্তার ধারের এক গভীর পুকুরে যাত্রী সমেত ডুবে গেলে স্থানীয়রা তৎক্ষনাৎ টোটোর চালক সমেত আরও তিন যাত্রীকে উদ্ধার করে। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে এক ৮ বৎসরের শিশুও ছিল।

দুর্ঘটনাগ্রস্থ চালক ও সকল যাত্রীই অক্ষত অবস্থায় হয়েছে বলে জানাগেছে। শরিফুলবাবু জানান,দুর্ঘটনার সাথে সাথে স্থানীয়রা এমন তৎপরতা না দেখালে আজ এই দুর্ঘটনার মর্মান্তিক পরিনতি হতে পারত।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭