এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে আগুন ধরিয়ে দেওয়া হল ট্রাকটর ও বই দোকানে

Published on: July 17, 2020 । 10:23 AM

মৌমিতা শেঠ: চোলাই মদ ব্যবসার প্রতিবাদ করার করার জন্যই কি  রাতের অন্ধকারে এই ভাবেই পুড়িয়ে দেওয়া হল বই দোকান ও ট্রাকটরকে?  গত রাতে ওই ঘটনাটি ঘটেছে দাসপুর থানার আরিট গ্রামে। বর্তমানে ধান রোয়ার কাজ শুরু হয়েছে।  ওই গ্রামে স্বপনকুমার মাজির  একটি ট্রাকটর মাঠে হাল করার জন্য মাঠেই রাখা ছিল।  আজ ১৭ জুলাই সকালে দেখা যায় কে বা কারা ওই ট্রাকটরটিকে এইভাবে পুড়িয়ে দিয়েছে। শুধু তাই নয় ওই গ্রামের মণীন্দ্রনাথ মাজির বই দোকানটিও একই ভাবে পুড়িয়ে দেওয়া হয়।ওই গ্রামে চোলাইমদের রমরমা ব্যবসা চলে। তার জন্য এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। আরিট স্কুলের পাশেই ওই চোলাই মদের কারবার চলত বলে গ্রামের পক্ষ থেকে স্বপনবাবু এবং মণীন্দ্রবাবুরা বিরোধিতা করে আসছেন। সেই জন্যই কিছু দুষ্কৃতী ওই কাজ করেছে বলে গ্রামবাসীদের একাংশের অনুমান। দাসপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364