মনসারাম কর, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল থানার পুলিশের হাতে এলো নতুন ইলেকট্রনিক্স পেমেন্ট ডিভাইস। ট্রাফিক আইন ভঙ্গের স্পট ফাইন এবার থেকে স্পটে দাঁড়িয়েই অনলাইনে পেমেন্ট করে দিতে পারবেন অভিযুক্ত চালকরা। হাতে হাতে পেয়ে যাবেন পেমেন্ট রিসিপট কপি। এমন প্রযুক্তি এতদিন পর্যন্ত চালু ছিল না ঘাটাল পুলিশের হাতে। এতদিন পর্যন্ত ট্রাফিক অভিযানে পুলিশ কাউকে ধরলে যে জরিমানা করা হত, তা পরিশোধ করতে চালকদের ছুটতে হত কাছাকাছি কোনও অনলাইন সেন্টারে। অনলাইন সেন্টারগুলিতে পুলিশের ধার্য জরিমানার উপর অতিরিক্ত চার্জ কাটতো। এই নিয়ে পুলিশ ও চালকদের মধ্যে কোনও কোনও সময় মতপার্থক্য তৈরি হত। পুলিশের হাতে এই প্রযুক্তি থাক চাইছিলেন চালকরা। পুলিশ জানিয়েছে, এই ডিভাইসের মাধ্যমে জরিমানা পরিশোধ করতে গেলে কাছে রাখতে হবে এটিএম কার্ড। চালকরা চাইলে সেই কার্ডের মাধ্যমে পুলিশকে জরিমানা বাবদ টাকা স্পটে দাঁড়িয়েই পেমেন্ট করে দিতে পারবেন। এই ডিভাইসে পরিবহণ দপ্তরের ওয়েবসাইট লিংক করা রয়েছে। চালকদের দেওয়া পেমেন্ট সরাসরি চলে যাবে পরিবহণ দপ্তরের নির্দিষ্ট তহবিলে। ডিভাইসে বেশ কিছু অপশন রয়েছে। চালকরা যে ট্রাফিক আইনটি ভাঙবেন সেটি এই ডিভাইসে প্রেস করলেই তার ধারা ও ধার্য জরিমানা অটোমেটিক্যালি শো করবে এই যন্ত্রে। পেমেন্ট রিসিপট কপিতে তার ডিটেলস লেখা থাকবে। এই প্রযুক্তি পুলিশের হাতে আসায় ট্রাফিক জরিমানা দেওয়ার ক্ষেত্রে চালকদের হয়রানি অনেকটাই কমবে বলেই মনে করা হচ্ছে। ট্রাফিক আইন মেনে সাবধান সতর্কতার সাথে সকল চালকদের গাড়ি চালানোর আবেদন রেখেছেন ঘাটালের ওসি দেবাংশু ভৌমিক।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)








