পায়ে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু দাসপুরের পরিযায়ী শ্রমিকের

মর্মান্তিক!পায়ে হেঁটে বাড়ি ফিরতে চেয়ে খাদ্যাভাবে মৃত্যু দাসপুরের পরিযায়ী শ্রমিকের। লকডাউনে বাড়ি ফিরতে মরিয়া দাসপুর থানার সেকেন্দারি এলাকার চকপ্রসাদ গ্রামের সেখ রাজু আলি। মুম্বাইয়ের কর্মস্থল থেকে পায়ে হেঁটেই দাসপুরের উদ্দেশ্যে রওনা দেয় সে।

পরিবার সূত্রে জানা গেছে ধীরে ধীরে টাকাকড়ি যা ছিল সব শেষ হতে থাকলে খাদ্যাভাবে শরীর অবসন্ন হতে থাকে রাজুর। চলার ক্ষমতা হারায়। পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বহুদিন। পরে ২০ শে মে পুলিশ সূত্রে খবর আসে ভূসাওল রেলওয়ে স্টেশনের কাছ থেকে মহারাষ্ট্র পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আশার আলো দেখে পরিবার।

পরেরদিনই অন্ধকার ঘনিয়ে আসে চকপ্রসাদের নুরুল হকের পরিবারে। ২১ মে মৃত্যু হয় দাসপুরের বছর ৩০ এর এই পরিযায়ী শ্রমিকের। মর্মান্তিক এই খবরে মাথা হেঁট রাজ্য তথা দেশের। এমন মর্মান্তিক খবর পেয়েই দাসপুরের নন্দনপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার ওই পরিযায়ী শ্রমিকের বাড়ি পৌঁছে যান দাসপুরের প্রাক্তন বিধায়ক সিপিএম নেতা সুনীল অধিকারী।

শেষ ইচ্ছে ছিল রাজুর বাড়ি পৌঁছানোর,মা বাবা পরিবারের সাথে এই বিপদের দিন কাটানোর। ইচ্ছে পূরণ হলনা রাজুর। করোনা যাবে,লকডাউন উঠবে তবুই ছেলের ঘরের ফেরার আশায় পথ চেয়ে বসে থাকবে মৃত পরিযায়ীদের পরিবার।

সৌমেন মিশ্র: পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭