এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বনধের দিন ঘাটালে ভেঙে দেওয়া বাসের ক্ষতিপূরণ দিলেন পরিবহণ মন্ত্রী

Published on: January 23, 2020 । 7:28 AM

নিজস্ব সংবাদদাতা: ৮ জানুয়ারি ভারত বনধের দিন ঘাটাল শহরে সিপিএমের কর্মীরা একটি বাস ভাঙচুর করে ছিলেন বলে অভিযোগ। সেই বাস সারানোর সমস্ত ক্ষতিপূরণ দিলেন রাজ্য সরকার। ২২ জানুয়ারি রাজ্যের পরিবহণ মন্ত্রী ওই ক্ষতি পূরণ দেন। ৮ তারিখে ঘাটালে বনধের আগে রাজ্য সরকার বাসমালিকদের জানিয়েছিল, বনধের দিন গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে হবে। গাড়ি চালানোর জন্য যদি কোনও ক্ষতি হয় সেটা রাজ্য সরকার দেবে। ঘাটাল মহকুমার এক বাস মালিক প্রভাত পান বলেন, সেই মতো আমি বাস চালিয়েছিলাম। আমার একটি বাস মনসুকা থেকে হাওড়া যাওয়ার সময় ঘাটাল বসন্ত কুমারী হাইস্কুলের সামনে সিপিএম কর্মীরা সেই বাস আটকে ভাঙচুর করেন। বাসের সামনের কাঁচ সহ অন্যান্য জিনিস ক্ষতি হয়। ক্ষতির বিষয়টি আমি পরিবহণ মন্ত্রীকে জানিয়েছিলাম। ২২ জানুয়ারি পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারি ক,লকাতায় পরিবহণ দপ্তরের মঞ্চে আমার হাতে বাস সারানো সমস্ত টাকার (২৭হাজার) চেক তুলে দেন। প্রভাতবাবু বলেন, রাজ্য সরকার  প্রতিশ্রুতি রাখায় আমাদের তথা বাস মালিকদের খুব ভালো লেগেছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad