আজকের বৃষ্টিতেও: এই অবস্থাতেই পড়ে রয়েছেন কয়েক দিন ধরে

শ্রীকান্ত ভুঁইঞা(১২ জুন২০২০): ছবিটি মানসিক ভারসাম্যহীন এক প্রৌঢ়ের। পরিচয় জানা যায়নি। দাসপুর-২ ব্লকের জোতঘনশ্যাম গ্রামপঞ্চায়েতের কার্যালয় সংলগ্ন মশালচক এলাকার বাঁশ বনের মধ্যে এভাবেই পড়ে রয়েছেন। আজকের বৃষ্টিতেও। •মনোজকুমার দাসের সৌজন্যে ছবিটি প্রাপ্ত।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/