কর্মহীনতায় যুব সমাজ, ঘাটালে বাড়ছে মাচার সংখ্যা

মনসারাম কর: একদিকে স্কুল কলেজ বন্ধ, অন্যদিকে ভিন রাজ্যে কর্মরত বিভিন্ন পেশার সাথে যুক্ত হাজার হাজার মানুষ ঘাটালে ফিরে এসেছেন। ঘাটাল মহকুমার প্রত্যেক গ্রামেই কয়েক শ’ যুবক এখন কার্যত কর্মহীন। প্রশাসনিক ভাবে তাদের একশ দিনের কাজ দেওয়ার কথা বলা হলেও কয়েকমাসের মধ্যে তারা কাজ পেয়েছেন সাকুল্যে সপ্তাহ দুই বা তার কিছু বেশি। অন্যদিকে ভিনরাজ্য ফেরত ঘাটাল মহকুমার অনেকেরই কৃষিজমি নেই। তাই সংসার চালাতে আয়ের জন্য কেউ নামছেন সব্জি বিক্রিতে, আবার কেউ চপ-মুড়ির দোকান দিচ্ছেন। কিন্তু সেই সংখ্যাটিও হাতে গোনা। বাকি হাজার হাজার শিক্ষিত যুবক ও স্বর্ণশিল্পীরা কর্মহীন অবস্থায় হয়ে দিনের অধিকাংশ সময় মাচাতেই গল্পগুজব করে কাটাচ্ছেন। তাই কয়েকমাসের মধ্যেই ঘাটাল মহকুমা জুড়ে গ্রামের পাড়ায় পাড়ায় গড়ে উঠেছে বাঁশের মাচায় এই আড্ডা বহুলসংস্কৃতি। এই স্থবির পরিস্থিতি কাটিয়ে কবে আবার কর্মস্থলে গিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সেদিকেই তাকিয়ে হাজার হাজার কর্মহীন যুবক।

 

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।