চন্দ্রকোণার পর এবার দাসপুরে আকাশ থেকে অজানা বস্তুর যন্ত্রাংশ ঘিরে চাঞ্চল্য

রাজদীপ রায় ও শুভদীপ জানা:চন্দ্রকোণার পর এবার দাসপুর,চাষের জমিতে অজানা যন্ত্রাংশ ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার সকালে নিজের চাষের জমিতে গিয়ে সাদা রঙের কিছু যন্ত্রাংশ কুড়িয়ে পান দাসপুর থানার যদুপুরের সমর হাইত। আর সেই যন্ত্রাংশ দেখতেই এদিন সকালে হাইত পাড়ায় ভিড় জমে। খবর দেওয়া হয় স্থানীয় সিভিকদের। দাসপুরের হাট সড়বেড়িয়া বিসি রায় হাইস্কুলের ভূগোলের শিক্ষক জগন্নাথ মণ্ডল জানান,যন্ত্রাংশের ছবি দেখে প্রাথমিক ভাবে তাঁর মনে হয়েছে যন্ত্রাংশটি আকাশ থেকে পড়েছে। আতঙ্কের কিছু কারণ নাই। কলকাতা থেকে আবহাওয়া বিষয়ে গবেষণা বা আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখতে এ ধরনের বেলুন পাঠানো হয়। এটি তারই অংশ হতে পারে। এতে কোন তারিখে কোথা থেকে পাঠানো হল সে বিষয়ে লেখা থাকে। পাশাপাশি ওই দপ্তরের একটি যোগাযোগের নাম্বারও দেওয়া থাকে। অনেক সময় সিই যন্ত্রই বিকল হয়ে মাটিতে পড়ে।

সৌমেন মিশ্র: পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭