প্রবল বৃষ্টিতে ফের ব্যাপক ক্ষতির মুখে ঘাটালের সবজিচাষ, কাজের দিনেও শুনশান ব্যাস্ততম রাস্তা

মনসারাম কর, স্থানীয় সংবাদ, ঘাটাল: চলতি বছর দফায় দফায় বর্ষা আর বন্যা ব্যাপক প্রভাব ফেলেছে কৃষকমহলে। প্রথম বন্যায় নষ্ট হয়েছে পাট বাদাম ও কাঁচাসবজি। দ্বিতীয় বন্যায় মহকুমার সবত্র ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। ধান রোপন করার পরেই তা বন্যার জলে ডুবে নষ্ট হয়েছে । বিনা চাষে পড়ে রয়েছে ঘাটাল মহকুমার কয়েক হাজার হেক্টর চাষযোগ্য জমি। এবার তৃতীয় বারের প্রবল বর্ষণের ফলে ক্ষতির মুখে মাথায় হাত সবজি চাষিদের। ঘাটাল তথা দক্ষিণবঙ্গজুড়ে টানা তিনদিন চলছে প্রবল বর্ষণ। দিনভর কালো মেগে ঢেকে রয়েছে আকাশ। আবহাওয়া অফিস থেকে পাওয়া সর্বশেষ বুলেটিন অনুযায়ী আজও দিনভর ঘাটাল তথা দক্ষিণবঙ্গের আকাশ  থাকবে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন, আগামী ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত বৃষ্টির জেরে ঘাটালের ব্যাস্ততম রাস্তা এখন ফাঁকা। জরুরী কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না অনেকেই।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।