সূচনা হয়ে গেল বিদ্যাসাগর মেলা ২০২০, উদ্বোধন ঘিরে চাঁদের হাট বীরসিংহে

মনসারাম কর: শুভসূচনা হয়ে গেল বিদ্যাসাগর মেলা-২০২০, আজ ৪ জানুয়ারী শনিবার মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মেলা চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। প্রত্যেকদিন থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। তাছাড়াও থাকবে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির। আজকের উদ্বোধনে অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও  উপস্থিত ছিলেন বাংলা অভিনয় জগতের খ্যাতনামা অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ছিলেন ঘাটালের মহকুমাশাসক অসীম পাল, বিডিও অরিন্দম দাসগুপ্ত, বিধায়ক শঙ্কর দলুই, মমতা ভূঁইয়া, ছায়া দোলই, দিনেন রায় সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। তাছাড়াও উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমার বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতিগন। মেলাকে ঘিরে কার্যত চাঁদেরহাট দেখা গেল বীরসিংহ গ্রামে। উপস্থিত সাধারণ মানুষের ভিড় ছিল তাক লাগানো। উদ্বোধন শেষে মেলা থেকেই বীরসিংহ গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকদের কৃষকবন্ধু চেকের টোকন দেওয়া হয়।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।