অ্যাসিড হামলায় অভিযুক্তদের গ্রেফতারের সময়সীমা বেঁধে দিল গ্রামের মানুষ

দাসপুর থানার সুপা গ্রামের নবম শ্রেণীর দুই ছাত্রীর উপর অ্যাসিড হামলার ঘটনার তিন দিন অতিক্রান্ত এখনো অধরা অভিযুক্তরা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আজ পথে নামল সুপা পুড়শুড়ি বাজারের দোকানদারদের পাশাপাশি ওই গ্রামের শতাধিক সাধারণ মানুষও।

৯ সেপ্টেম্বর রাতে টিউশন থেকে বাড়ি ফেরার পথে এই সুপাপুড়শুড়ি উচ্চ বিদ্যালয়েরই নবম শ্রেণীর দুই ছাত্রী অর্পিতা খাঁ ও সুপ্রিয়া দোলই অ্যাসিড হানায় জখম হয়।

আজ বিকেলে তারই প্রতিবাদে বাজারের দোকানদার ও এলাকাবাসীর এই মৌন মিছিল।
স্থানীয়রা এদিন পুলিশকে অপরাধীদের ধরার জন্য আর মাত্র দুদিনের সময়সীমা বেঁধে দেয়। তাঁরা স্পষ্ট জানান,আগামী দুদিনের মধ্যে অভিযুক্তদের পুলিস না ধরতে পারলে তারা দাসপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাবেন।

সৌমেন মিশ্র: পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭