তৃণমূলকে ভোট না দেওয়ার শাস্তি! বুথে তৃণমূল পিছিয়ে তাই পানীয় জলের ব্যবস্থা করে দেয়নি গ্রামপঞ্চায়েত, অভিযোগ

নিজস্ব সংবাদদাতা: বুথে তৃণমূল পিছিয়ে থাকার জন্য ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রামপঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দাদের পানীয় জলের ব্যবস্থা করে দিচ্ছে না তৃণমূল পরিচালিত গ্রামপঞ্চায়েত। ফলে বেশ কয়েকটি পরিবারকে মাঠ পেরিয়ে বেশ কিছুটা দূর থেকে পানীয় জল আনতে হচ্ছে। বিষয়টি বার বার গ্রামপঞ্চায়েতে জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। কারণ ওই এলাকার বেশিরভাগ ভোটারই বিজেপির সমর্থক।গত বিধানসভার নির্বাচনে ওই বুথে বিজেপি এগিয়ে ছিল। সে কারণেই ওই শাস্তি বলে জানা গিয়েছে। এনিয়ে ওই গ্রামপঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ বারিক বলেন, আমরা রাজনীতি নিয়ে কোনও কাজ করি না। ওখানে অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।