এলাকা পরিদর্শনে গিয়ে শীতে দুস্থ ও বয়স্ক ব্যক্তিদের কম্বল দান ঘাটাল প্রশাসনের

মনসারাম কর: এলাকা পরিদর্শনে গিয়ে দুস্থ ও বয়স্ক ব্যক্তিদের পাশে দাঁড়ালেন ঘাটাল ব্লক ও মহকুমা প্রশাসন। জানা গেছে শীতের মরশুমে ঘাটাল থানার ঈশ্বরপুর ও চৌকা এলাকায় একটি প্রশাসনিক  কাজে গিয়ে ঘাটালের মহকুমা শাসক অসীম পাল এবং বিডিও অরিন্দম দাশগুপ্ত দেখেন কিছু দুস্থ ও বয়স্ক ব্যক্তি শীতে কষ্ট পাচ্ছেন। চলতি মরশুমে হাড় হিম করা শীতের হাত থেকে তাদের বাঁচাতে তড়িঘড়ি শীতের কম্বলের দেওয়ার  ব্যবস্থা করে ব্লক প্রশাসন। ২৩ ডিসেম্বর সোমবার এবং গত সপ্তাহের একদিন নিয়ে মোট দুই দিনে এলাকায় গিয়ে প্রায় ৫০ টি কম্বল বিতরণ করা হয়। তাৎপর্যপূর্ণ ভাবে রাস্তার পাশে রাত কাটানো কয়েকজন ভবঘুরের হাতেও কম্বল দেওয়া হয়।  হাতে কম্বল পেয়ে খুশি এলাকার দুস্থ মানুষজন। প্রশাসনের এই উদ্দ্যোগকে সাদুবাদ জানিয়েছেন গ্রামবাসীরাও। বিডিও অরিন্দম দাশগুপ্ত বলেন, এলাকায় পরিদর্শনে গিয়ে দেখা যায় কিছু দরিদ্র ও বয়স্ক ব্যক্তি শীতে প্রচন্ড কষ্ট পাচ্ছেন, তাই প্রশাসনিকভাবে আমরা তাদের পাশে দাঁড়ালাম, আগেও আমরা এই ধরনের অনেক কাজ করেছি, এলাকার মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। মহকুমা শাসক এবং বিডিও ছাড়াও কম্বল বিতরণে উপস্থিত ছিলেন বিপর্যব মোকাবিলা দপ্তরের আধিকারিক তরুণ কারক, অনগ্রসর শ্রেণী কল্যান বিভাগের প্রশান্ত গুনীয়া সহ ব্লক অফিসের একাধিক আধিকারিক। 

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।