ডিস্ট্রিক্ট লেভেল ইয়ুথ পার্লামেন্টের অনুষ্ঠান হল চন্দ্রকোণার রামজীবনপুরে

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ডিস্ট্রিক্ট লেভেল ইয়ুথ পার্লামেন্ট অনুষ্ঠিত হল চন্দ্রকোণার রামজীবনপুরে। আজ ২ মার্চ শনিবার রামজীবনপুরের স্বেচ্ছাসেবী সংগঠন জয়গুরু সেবাঞ্জলি সেবা সমিতি এবং ভারত সরকারের মিনিস্ট্রি অফ ইয়ুথ আফেয়ার্সের নেহেরু যুব কেন্দ্রের যৌথ উদ্যোগে ডিস্ট্রিক্ট লেভেল ইয়ুথ পার্লামেন্ট (DISTRICT LEVEL NEIGHBOURHOOD YOUTH PARLIAMENT) আয়োজন হল রামজীবনপুরে। নারীশক্তি ও ক্ষমতায়ন, সরকারের বিভিন্ন প্রকল্প, নিউ ইন্ডিয়া, সামাজিক সচেতনতা ও সুরক্ষা প্রভৃতি বিষয়ে এক আলোচনা শিবিরেরও আয়োজন ছিল। উপস্থিত ছাত্রছাত্রীদের জন্য মক ইয়ুথ পার্লামেন্টেরও আয়োজন করা হয়েছিল বলে জানান জয়গুরু সেবাঞ্জলি সেবা সমিতির সম্পাদক প্রশান্তকুমার ঘোষ। তিনি বলেন, আজকের ওই অনুষ্ঠানে আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ অপরূপা পোদ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি নারী শক্তি ও ক্ষমতায়ন সম্পর্কে আলোকপাত করেছেন ছাত্রছাত্রীদের সামনে। উপস্থিত ছিলেন অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের প্রাক্তন প্রিন্সিপাল সরোজকুমার সিনহা। তিনি নিউ ইন্ডিয়া সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেছেন আজকের অনুষ্ঠানে এবং যুবসমাজকে উজ্জীবিত করেছেন।ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যাপক লক্ষ্মীকান্ত রায় নারীশক্তি ও ক্ষমতায়ন সম্পর্কে সুদীর্ঘ আলোচনা করেন। এছাড়াও রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারিও, বায়ু সোনার প্রাক্তন সার্জেন্ট সৌমিত্র কুণ্ডু এবং জয়গুরু সেবাঞ্জলি সেবা সমিতির প্রায় ১০০ স্বেচ্ছাসেবক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নেহেরু যুব কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ইয়ুথ অফিসার সাথী রায় ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় ১৮০০ জন যুবক-যুবতী ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। আজকের অনুষ্ঠানে আদিবাসি নৃত্য, দলগত দেশাত্মবোধক নৃত্যের আয়োজন হয়েছিল। উপস্থিত যুবক-যুবতী এবং অতিথিদের সবচেয়ে বেশি নজর কেড়েছে মক ইয়ুথ পার্লামেন্ট। রামজীবনপুরের এক ঝাঁক যুবক-যুবতী মক ইয়ুথ পার্লামেন্ট অনুষ্ঠানটিকে সর্বাঙ্গভাবে সুন্দর করেছে।

 

মন্দিরা মাজি: •‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015