জেলা জব ফেয়ারের মাধ্যমে শতাধীক পদে নিয়োগ, ঘাটাল মহকুমার প্রতিটি ব্লকে খোলা হল সহায়তা কেন্দ্র

নিজস্ব সংবাদদাতা: বাংলার যুবক-যুবতিদের কাজের উপযুক্ত করে গড়ে তুলতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু হয়েছিল উৎকর্ষ বাংলা স্কিম৷ এবার উৎকর্ষ বাংলা প্রকল্পের হাত ধরে প্রশিক্ষিত যুবক-যুবতিদের কাজের সুযোগ পাইয়ে দিতে শুরু হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা জব ফেয়ার-২০২০৷

আগামি ২৯ ফেব্রুয়ারী ও ১ মার্চ ওই দুই দিন মেদিনীপুর ডি.এম অফিস প্রাঙ্গনে চলবে ওই মেলা৷ চলতি মাসের ২০- ২৭ ফেব্রুয়ারী তারিখ পর্যন্ত www.jobfair.org.in ওয়েবসাইটে জেলার কর্মপ্রার্থীরা অনলাইনে যোগ্যতা অনুসারে আবেদন পত্র জমা করতে পারবেন৷ ওই সাইটে লগইন করলেই কোন পদে কত সংখ্যক শূণ্যপদ রয়েছে এবং আবেদনের যোগ্যতামান জানতে পারবেন আবেদনকারীরা৷ আবেদনের পরে পাওয়া যাবে একটি একনলেজমেন্ট স্লিপ৷ তবে এবার কর্মপ্রার্থীরা সর্বাধিক দুটি পদের জন্য আবেদন করতে পারবেন৷

ঘাটাল মহকুমা শাসকের দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও মহকুমার উৎকর্ষবাংলা প্রকল্পের অফিসার-ইন-চার্জ অর্জুন পাল জানান, জেলার প্রশাসনের নির্দেশ অনুসারে মহকুমা শাসকের দপ্তরে ও মহকুমার প্রতিটি ব্লকে কর্মপ্রার্থীদের সুবিধার্থে সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে৷ বিশদে জানতে কর্মপ্রার্থীরা নিকটস্থ অফিসে গিয়ে যোগাযোগ করতে পারবেন৷

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।