এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল গুরুদাস হাইস্কুলে রক্তদান

Published on: June 5, 2019 । 11:17 PM

নিজস্ব সংবাদদাতা: প্রাক্তনীদের রক্তদানে পালন হলো বিশ্ব পরিবেশ দিবস। আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করল ঘাটাল গুরুদাস হাই স্কুল। ওই স্কুলের প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ আদক এবং পরিচালন সমিতির সভাপতি সাগর আদক বলেন, এবছর আমাদের বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন চলছে। মূলত এই উপলক্ষ্যে এই রক্তদান শিবিরের আয়োজন। শিবিরে মোট ২৫ জন প্রাক্তন ছাত্র রক্তদান করেন। শিবিরকে নিয়ে সবার উৎসাহ ছিল চোখে পড়ার মত।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177