এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় বেপরোয়া ট্রাকটরের চাকায় পিষে মৃত্যু হল ৫ বছরের শিশুর

Published on: June 29, 2019 । 8:18 AM

অসীম বেরা:মামাবাড়ি বেড়াতে এসে মর্মান্তিক মৃত্যু চন্দ্রকোণায়। বেপরোয়া এক ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু এক পাঁচ বছরের শিশুর, ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটে চন্দ্রকোনা থানার বড়আকনা গ্রামে। খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ এসে ঘাতক ট্রাক্টর ও চালককে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায় মৃতের নাম রাহুল বেরা(৫) গড়বেতার কেষ্টপুরের বাসিন্দা সে। জানাযায় ২৮ শে জুন শুক্রবার সন্ধ্যায় বড়আকনা গ্রামে মামা বাড়িতে এসে মামা দাদুর সাথে বেড়াতে বেরিয়ে ছিল রাহুল। দ্রুত বেগে একটি ট্রাকটর এসে রাহুলের ও তার দাদু নিমাই মাঝি কে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাহুলের। আহত হন আরও অনেকে। উত্তেজিত জনতা ঘাতক গাড়ি ও চালককে আটক করে। খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে য়ায় চালক ও ট্রাকটরটিকে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad