এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বৈদ্যুতিক শক খেয়ে মৃত মা, বাঁচাতে গিয়ে তড়িৎ আহত মেয়ে

Published on: September 11, 2018 । 10:41 PM

শ্রীকান্ত ভুঁইঞ্যা,পার্বতীপুর:বাড়ির মিটার থেকে বিদ্যুৎ এর তার পেতে পাম্পের সাহায্যে জমিতে জল দিতে গিয়ে তড়িৎ আহত হয়ে মারা গেলেন এক মহিলা৷ ঘটনাটি দাসপুর-২ ব্লকের পার্বতীপুরের৷ আজ বেলা ১১ নাগাদ ঘটনাটি ঘটে৷ মৃতার নাম তাপসী মাইতি(৫১)৷ দীর্ঘক্ষন হয়ে গেলেও তাপসীদেবি ফিরে না আসায় তাঁর খোঁজ শুরু করেন মেয়ে রীতা সামন্ত৷ মাকে মাটিতে পড়ে থাকতে দেখে তুলে ধরার চেষ্টা করতে গিয়ে তিনিও শক খান৷ পরে স্থানীয়দের চেষ্টায় মেয়েকে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়৷ বর্তমানে তিনি সুস্থ রয়েছেন৷

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364