এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আজ ৫টায় ‘দিদি No-1’এ ঘাটাল মহকুমার দুই খুদেকে দেখা যাবে

Published on: December 25, 2018 । 5:37 AM

•আজ ২৫ ডিসেম্বর বিকেল ৫টায় ‘দিদি No-1’­এ দেখা যাবে দুই দাসপুরের দুই খুদেকে। দুজনেরই বয়স পাঁচের আশেপাশে। এক জনের নাম অঙ্কনা দে। দাসপুর-১ ব্লকের ফকির বাজারে বাড়ি। অন্যজনের নাম পুনম মাইতি। দাসপুর-২ ব্লকের কামালপুরে বাড়ি। দুজনই সাফল্যের সঙ্গে ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হয়েছিল। তাদের শ্যুটিংও হয়ে গিয়েছে। আজই তাদের টিভিতে দেখা যাবে। মহকুমার দুই খুদে কেমন পারফর্ম্যান্স করে সেটা দেখার জন্যই কৌতূহলীরা প্রতীক্ষায় রয়েছেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad