আজ এইসময় পত্রিকার শারদ সংকলন প্রকাশিত হল জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ে। পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে এলাকা ও এলাকার বাইরের বহু সাহিত্যিক ও সাহত্যপ্রেমীদের দেখা গেল। অনুষ্ঠানটিতে সংগীত পরিবেশন করেন এলাকার বিখ্যাত গায়ক বাণেশ্বর মাইতি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুব্রত কাপাস ও যাদব পাত্র।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)












