২৬ ডিসেম্বর রাতে ঘাটাল শহরের ১৭ নম্বর ওয়ার্ডে কিশোরী দে’র বাড়িতে চুরি হল। ওই ওয়ার্ডের কাউন্সিলার মিতালী মহাপাত্র বলেন, ওই রাতে দে পরিবারের বাড়িতে কেউ ছিলেন না। ২৭ ডিসেম্বর সকালে দেখা যায় রুমের তালাগুলি ভাঙা। বাড়ির মধ্যে জিনিসপত্র সব লণ্ডভণ্ড। চুরির ঘটনাটি ওই পরিবারের সদস্যদের ফোন করে জানানোর পাশাপাশি পুলিসকে জানানো হয়েছে।
এই মুহূর্তে
ঘাটালে লটারির নাম্বার জালিয়াতি করে টাকা তুলতে গিয়ে ধরা পড়লো এক...
আকাশ দোলই, 'স্থানীয় সংবাদ', ঘাটাল: লটারির টিকিটে(Lottery ticket) নাম্বার কারচুপি করে টাকা তুলতে গিয়ে ধরা পড়ল এই ব্যক্তি। ঘাটাল কলেজ মোড়ে(Ghatal college more)...