ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী। ইতিমধ্যেই ওড়িশার পুরী এলাকায় সকালেই আছড়ে পড়েছে ফণী। আবহাওয়া দপ্তসূত্রে ফণীর যে গতিপথ জানানো হয়েছে সে পথে পড়ছে আমাদের জেলা তথা ঘাটালও।
ঘাটাল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ অভিনেতা দেব টুইট করে ঘাটালবাসীকে সাবধানে এবং সুরক্ষিত থাকার কথা জানালেন। তিনি তাঁর টুইটে বলেন…

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










