•আজ ১ জুন ২০১৯ শনিবার সকালের দিকে দাসপুর থানার রাজনগর পাকুড়দানাতে দুটি বাচ্চা স্নান করতে গিয়ে তাদের জলে ডুবে মৃত্যু হল। তাদের এক জনের নাম আলো বড়দোলই(৪) অন্য জনের নাম অমৃতা বড়দোলই(৭)। একই পাড়ায় দুজনের বাড়ি। শনিবার সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











