এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুর রামগড়ে পথ দুর্ঘটনার কবলে মারুতি সুইফট,আহত মদ্যপ চালক

Published on: May 10, 2019 । 4:59 PM

ঘাটালের দিক থেকে মেদিনীপুর যাবার পথে দুর্ঘটনার কবলে পড়ল একটি সুইফট গাড়ি। জানা গেছে ১০ মে দুপুরে একটি সুইফট গাড়ি মেদিনীপুর যাবার পথে দাসপুর থানার রামগড় প্রাথমিক বিদ্যালয়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের প্রাচিরে গাড়িটি ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ে।

প্রত্যক্ষদর্শী অঙ্কন শিক্ষক বিমান আদক জানান,গাড়িতে সওয়ারী তেমন কেউ ছিল না। তবে গাড়ির চালক যথেষ্ট চোট পেয়েছে। তার চিকিৎসা চলছে। স্থানীয়দের অভিযোগ চালক মদ্যপ অবস্থায় ছিল।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭