এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

বওড়ার রাস্তায় হঠাৎ বন্দুকের গুলির শব্দ! গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার ১

Published on: January 19, 2019 । 4:52 PM

ভর সন্ধ্যে বেলায় দু দুটি ফায়ারিংয়ের শব্দে স্তব্ধ হল চন্দ্রকোণার থানার বওড়া গ্রাম। ক্ষীরপাই তারকেশ্বর সড়কের বওড়া স্টপেজের ঠিক আগের মোড়ে সিমেন্টের চোঙ তৈরীর কারখানার সামনের রাস্তায় এক ব্যক্তি মাত্র কয়েক ফুটের ব্যবধানে থাকা সামনের ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালালে সাথে সাথে সামনের ওই ব্যক্তি লুটিয়ে পড়ে।

আসপাশের লোকজন ছুঁটে এসে গুলিবিদ্ধ অবস্থায় ওই আহত ব্যক্তিকে সাথে সাথে ক্ষীরপাই হাসপাতালে নিয়েযায়। অবস্থা আয়ত্বের বাইরে দেখে প্রাথমিক চিকিৎসা করে আহত ব্যক্তিকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে।

চন্দ্রকোণা থানার পুলিস ঘাতক সন্দেহে ইতিমধ্যেই একজনকে আটক করেছে।
আহত ব্যক্তির নাম সৌমিত্র রাণা,বাড়ি জলসরা এলাকায়। অনুমান করা হচ্ছে যে তাকে গুলি করেছে সে তার নিজের শালির বর।

ঠিক কী কারণে এই গুলি চলল তার সঠিক কারণ এখনও জানাযায়নি। চন্দ্রকোণা থানার পুলিস ঘটনার সরেজমিনে তদন্ত শুরু করেছে।


সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now