এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল তিনের পল্লীর খুঁটি পুজো হল,ভাবনায় থাকবে কেরালার বন্যার্তরা

Published on: September 2, 2018 । 11:42 PM

সৌমেন মিশ্র,ঘাটাল: আজ ঘাটাল তিনের পল্লীর খুঁটি পুজো হল। ঘাটাল তিনের পল্লী এবার কাগজের উপর কাজ করেই তাদের মণ্ডপ সজ্জিত করবে। পুজো কমিটির অন্যতম সদস্য কাশীনাথ দত্ত বলেন,কেরালার ভয়াবহ বন্যা আমাদের ভাবিয়েছে। পুজোর আনন্দ একটু হলেও খেই হারিয়েছে। আমরা পুজো কমিটির পক্ষে কেরালার জন্য ভাবছি। পুজোর খরচ কমিয়ে কেরালার মানুষের জন্য অতিরিক্ত ভাবনা আমাদের থাকছে। কেবলমাত্র তিনের পল্লী নয় মহকুমার বেশিরভাগ পুজোই এবার কেরালাকে সাহায্যের হাত বাড়িয়েছে। ঘাটাল জানে বন্যার কষ্ট,বন্যার্তদের পাশে তাই ঘাটাল। ঘাটালবাসী হিসেবে এ আমাদের উপরি পাওনা।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭