ঘাটাল মহকুমার পাঁচটি পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি ও কর্মাধ্যক্ষদের তালিকা

ঘাটাল পঞ্চায়েত সমিতি: (১)সভাপতি: রূপা মান্না, (২) সহ-সভাপতি: দিলীপকুমার মাজি, (৩) জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ: পঞ্চানন মণ্ডল, (৪)পূর্ত কর্মাধ্যক্ষ: মন্টু বাইরি(৫)কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ:কিঙ্কর পণ্ডিত, (৬)শিক্ষা ও সংস্কৃতি কর্মাধ্যক্ষ: বিকাশ কর, (৭)শিশু ও নারী উন্নয়ন কর্মাধ্যক্ষ: অপর্ণা খাটুয়া,(৮)বন ও ভূমি সংস্কার কর্মাধ্যক্ষ: দয়াময় চক্রবর্তী, (৯)মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ: এখনও ঠিক হয়নি, (১০)খাদ্য ও সরবরাহ কর্মাধ্যক্ষ: প্রশান্ত রায়, (১১) ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ:হাবিবুর রহমান।

দাসপুর-১ পঞ্চায়েত সমিতি: (১)সভাপতি:সুনীল ভৌমিক, (২) সহ-সভাপতি: অনিল দোলই, (৩) জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ:জয়দেব সেনাপতি, (৪)পূর্ত কর্মাধ্যক্ষ:কুমারেশ ভুঁইঞা, (৫) কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ:রাজীব দাসঠাকুর, (৬)শিক্ষা ও সংস্কৃতি কর্মাধ্যক্ষ: হাসিবুল মল্লিক, (৭)শিশু ও নারী উন্নয়ন  কর্মাধ্যক্ষ: গীতা গোস্বামী, (৮)বন ও ভূমি সংস্কার কর্মাধ্যক্ষ: শক্তিপদ জানা, (৯)মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ: সুজাতা সিং, (১০)খাদ্য ও সরবরাহ কর্মাধ্যক্ষ:স্বপ্না দে এবং (১১) ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ: সুব্রত মাইতি।

দাসপুর-২ পঞ্চায়েত সমিতি: (১)সভাপতি: প্রতিমা দোলই, (২) সহ-সভাপতি: আশিস হুদাইদ, (৩) জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ: স্বপনকুমার আলু, (৪)পূর্ত কর্মাধ্যক্ষ: অজিতকুমার মণ্ডল, (৫)কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ: অলকরঞ্জন ভুক্তা, (৬)শিক্ষা ও সংস্কৃতি কর্মাধ্যক্ষ: কার্তিকচন্দ্র ভুঁইঞা,(৭)শিশু ও নারী কর্মাধ্যক্ষ: উন্নয়ন:অনুশ্রী আড়িপাত্র, (৮)বন ও ভূমি সংস্কার কর্মাধ্যক্ষ: সন্ধ্যা মাজি, (৯)মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ: তারকনাথ মাজি,(১০)খাদ্য ও সরবরাহ কর্মাধ্যক্ষ: শেখ কওসর আলি এবং (১১) ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ: তোজাম্মেল হোসেন।

চন্দ্রকোণা-১ পঞ্চায়েত সমিতি: (১)সভাপতি: সূর্যকান্ত দোলই, (২) সহ-সভাপতি: শান্তিময় ভট্টাচার্য, (৩) জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ:জ্যোৎস্না চৌধুরি, (৪)পূর্ত কর্মাধ্যক্ষ: মহাদেব মল্লিক, (৫)কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ: অনিরদ্ধ বন্দ্যোপাধ্যায়, (৬)শিক্ষা ও সংস্কৃতি কর্মাধ্যক্ষ:মেহেবুব ইসলাম, (৭)শিশু ও নারী উন্নয়ন কর্মাধ্যক্ষ: শম্পা মণ্ডল,(৮)বন ও ভূমি সংস্কার কর্মাধ্যক্ষ: শম্ভুচন্দ্র নায়েক,(৯)মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ: কুলসুমা বিবি,(১০)খাদ্য ও সরবরাহ কর্মাধ্যক্ষ:মাধবী হেমব্রত, (১১) ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ: সাধনচন্দ্র সাউ।

চন্দ্রকোণা-২ পঞ্চায়েত সমিতি: (১)সভাপতি: হীরালাল ঘোষ (২) সহ-সভাপতি:মালবিকা পাত্র, (৩) জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ:জগজিৎ সরকার, (৪)পূর্ত কর্মাধ্যক্ষ:সৌগত দণ্ডপাট, (৫)কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ:নাজমা খান, (৬)শিক্ষা ও সংস্কৃতি কর্মাধ্যক্ষ: অমল পাল, (৭)শিশু ও নারী উন্নয়ন কর্মাধ্যক্ষ: প্রতিমা সামন্ত রায়,(৮)বন ও ভূমি সংস্কার কর্মাধ্যক্ষ: সুকুমার মান্না, (৯)মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ: ঝর্ণা খামরই,(১০)খাদ্য ও সরবরাহ কর্মাধ্যক্ষ:নবকুমার হাঁসদা, (১১) ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ:শীতল দোলই।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।