এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমায় সমবায়ের প্রথম এটিএম

Published on: January 16, 2019 । 2:51 PM

•ঘাটাল মহকুমায় সমবায় ব্যাঙ্কের প্রথম এটিএম বসানো হল ক্ষীরপাই শহরে। আজ ১৬ জানুয়ারি ক্ষীরপাই শহরের পুরসভার কার্যালয়ের সামনে তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক ওই এটিএম পরিষেবা চালু করল। ওই ব্যাঙ্কের সম্পাদক কৌশিক কুলভী বলেন, এই মহকুমায় আমাদের ব্যাংকের এক লক্ষেরও বেশি গ্রাহক। তাঁদের   যখন-তখন টাকা তোলার সমস্যা হয়। সেজন্যই এই এটিএম বসানোর উদ্যোগ। এতে ৫০ হাজার পর্যন্ত টাকা তোলা যাবে। খুব শীঘ্রই ওই ব্যাংক ঘাটাল, দাসপুর, গৌরা, সোনাখালি এবং চন্দ্রকোণাতে একটি করে এটিএম বসাবে বলে কৌশিকবাবু জানান।

এদিন ওই এটিএমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দ্রকোণার বিধায়ক ছায়া দোলই, উপস্থিত ছিলেন ওই ব্যাংকের চেয়ারম্যান গোপাল মাইতি, ক্ষীরপাই পুরসভার চেয়ারম্যান দুর্গাশংকর পান প্রমুখ।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad