এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল লোকসভাতে তৃণমূলের জয়

Published on: May 23, 2019 । 11:06 PM

•ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী (দেব) তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী ভারতী ঘোষকে এক লক্ষ সাত হাজার ৯৭৩ ভোটের ব্যবধানে পরাজিত করলেন। তবে জয়লাভ করলেও ২০১৪ সালের থেকে দেবের জয়ের ব্যবধান অনেকটাই কমেছে। ২০১৪ সালে দেব প্রায় দুলক্ষ ৬১ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। এবার সেই তুলনায় ব্যবধানটা অনেকটাই কম। অন্যদিকে ঘাটাল

লোকসভার অধীন কেশপুরে ছাপ্পা ভোট হয়েছিল বলে নির্বাচনের দিন থেকেই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। আজ ২৩ মে ভোট গণনার দিন কেশপুর বিধানসভার বুথ ভিত্তিক ফল বিশ্লেষণ করে ওই অভিযোগ অনেকটাই সত্য বলে রাজনৈতিক মহল মনে করছে।
ঘাটাল লোকসভার বিস্তারিত ফল ওই ছবির মধ্যে দেওয়া হল।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad