এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় বজ্রাঘাতে মৃত্যু

Published on: March 18, 2019 । 8:58 PM

অসীম বেরা(চন্দ্রকোণা): চন্দ্রকোণা থানার কিয়াগেড়িয়ায় বজ্রাপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নাম পঞ্চানন পোড়ে। বয়স ৫৬ বছর। ডেবরা থানার শ্রীরামপুরে বাড়ি। তিনি দীর্ঘদিন চন্দ্রকোণার থানা এলাকায় মজুরের কাজ করতেন। ১৭ মার্চ রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ কিয়েগেড়িয়ার এক চাষির আলুর ক্ষেতে কাজ করে ফেরার সময় ব্রজ্রাঘাতে আহত হন। তাঁকে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। সন্ধ্যা ৭টা নাগাদ মারা যান।  

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad