এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

তৃণমূলই খাঁটি বামপন্থী,২০১১সালে তারা প্রচার করেছিল:বিমান বসু

Published on: April 10, 2019 । 8:13 AM

৯মার্চ মঙ্গলবার ঘাটাল লোকসভা কেন্দ্রের বামপ্রার্থী তপন গাঙ্গুলীর হয়ে একটি দলীয় কর্মী সভায় বক্তব্য রাখছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিমান বাবু তাঁর বক্তব্যে রাজ্যের শাসক দলকে কিছু পয়েন্টে এগিয়ে রাখলেন মিথ্যা কথা বলায়। সেদিক থেকে কেন্দ্রের সরকার সামান্য পয়েন্টে পিছিয়ে যেহেতু রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আগে সরকার গঠন করেছে,কেন্দ্রে পরে বিজেপি এসেছে।

তিনি বলেন,রাজ্যে যা কিছু হচ্ছে সবই দিদির অনুপ্রেরণায় সে পথের ধারে শৌচালয় হোক বা মা বোনেদের ইচ্ছতহরণ। তিনি আরও বলেন ২০১১ সালের নির্বাচনের আগে তৃণমূলরা প্রচার শুরু করেছিল তারাই নাকি খাঁটি বামপন্থী, আমরা খাঁটি নই। এখন আবার তৃণমূলরা রামভক্ত, হনুমান ভক্ত বলে আর এক সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। দেখুন সরাসরি…
সরাসরি…

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now