দাসপুরে পাড়ার জামাইয়ের সাথে বিয়ে হল ওই পাড়ারই গৃহবধূর

ওয়েব ডেস্ক,দাসপুর:গত মাসেই কাগজে কলমে পরকীয়া স্বীকৃতি পেয়েছে। আইনের চোখে বিবাহিত মহিলা বা পুরুষ বিবাহবহির্ভূত সম্পর্ক রাখতেই পারেন।
সেই আইনের জেরেই এবার ঘর ভাঙল দুই পরিবারে। পর পরুষের সাথে সম্পর্কে লিপ্ত থাকার অভিযোগে গ্রামবাসীরা বিয়ে দিয়েদিল দুই বিবাহিত নারী পুরুষের মধ্যে।

ঘটনা দাসপুর থানার দানিকোলা গ্রামের। আজ ভোররাতে নাড়াজোল দানিকোলা পশ্চিম পাড়ার হাইত বাড়ির বধূর সাথে ভুঁইঞা দের জামাই ওই গ্রামেই প্রেম বিনিময়কালে গ্রামবাসীদের নজরে এলে তাদের কে ধরে ফেলে এলাকাবাসী।
পরে ভোর ৫টা নাগাদ গ্রামবাসীদের চাপে স্থানীয় মনসা মন্দিরে বিবাহিত ওই ব্যক্তি সেই গৃহবধূর সিঁথিতে সিঁদুর দিয়ে হরিরাজপুরে নিজের বাড়িতে নিয়ে যায়।

জানাগেছে বছর খানেই ধরেই পাড়ার জামাইয়ের সাথে হাইত বাড়ির এই গৃহবধূ প্রণয়ে লিপ্ত ছিল। আজ আগে থেকেই পরিকল্পনা ছিল পালানোর। সে কাজে ঘৃতাহুতি দিলেন এলাকাবাসীরা। উভয়েরই একাধিক সন্তান রয়েছে। হরিরাজপুরে ওই ব্যক্তির বাড়িতে তার আগের স্ত্রী ও রয়েছেন।

পরকিয়ার আইনের গেরোয় আটকে যাবে কি তবে আগের পক্ষের সন্তানরা!

আরও খবর পড়তে এইখানে ক্লিক করুন  Whatsapp

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!