এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বছর শুরুর সকালেই ঘাটালে পথ দুর্ঘটনা!মৃত ১

Published on: January 1, 2019 । 4:27 AM

নতুন বছরর শুরুর সকালেই পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক ঘাটাল মহকুমাবাসীর। মৃতের নাম অশোক জানা(লালু) বাড়ি বেলাঘাটায়। সকালে সাইকেলে চড়ে কাজে যাওয়ার পথে বেলেঘাটা ও নিমতলার ঠিক মাঝে ঘাটাল-পাঁশকুড়া সড়কে সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ দ্রুতবেগে আসা কোনো গাড়ি বছর ৫০এর অশোকবাবুকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘাতক গাড়িটিকে সনাক্তকরণ সম্ভব হয়নি। মৃত অশোক জানা পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭