এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মন্দিরের প্রসাদ খেয়ে দশজনের মৃত্যু,অসুস্থ প্রায় আশি

Published on: December 14, 2018 । 5:10 PM

মন্দিরে প্রসাদ খেয়ে একের পর এক ভক্ত মারা যাচ্ছেন। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা প্রায় ১০,মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের চামারাজনগর জেলার সোলওয়াদি গ্ৰামের হানুর তালুকে। সেখানে একটি মন্দিরের শুভ উদ্বোধন ছিল। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্তদের ভিড় জমে। ভক্তদের মধ্যে প্রসাদ দেওয়া হলে তা গ্রহনের পর পরই একে ভক্ত অসুস্থতা অনুভব করলে তৎক্ষনাৎ অসুস্থদের স্থানীয় মাইসোর হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানাযাচ্ছে। হাসপাতালে প্রায় ৮০ জন ভর্তি হয়েছেন বলে জানাগেছে। তবে এখনও অনেকেই অচৈতন্য অবস্থায় আছে। এই মর্মান্তিক ঘটনায় মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী দুঃখ প্রকাশ করে ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।