•নারীদের সমস্যা এবং তার যুক্তিভিত্তিক সমাধান, মৌলবাদী শক্তির উত্থান, যুক্তিবাদী এবং মানবতাবাদী সংগঠনের কর্মসূচি, ভারতে যুক্তিবাদের প্রয়োজনীয়তা নিয়ে জাতীয় স্তরের সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ঘাটাল মহকুমার দুই যুবক দেবব্রত বন্দ্যোপাধ্যায় ও আশরাফুল মল্লিক। ৫ ও ৬ জানুয়ারি সারা ভারতব্যাপী যুক্তিবাদীদের নিয়ে ওই সম্মেলনটি হবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











