এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রামজীবনপুরে পথদুর্ঘটনা! মৃত ১, অবরোধ করে চলল বিক্ষোভ

Published on: February 2, 2019 । 12:53 PM

দুলাল রায়,রামজীবনপুর:রামজীবনপুরে দুই ট্রাকের রেসারেসি থেকে ওভারটেকের জেরে প্রাণ গেল এক সাইকেল আরোহীর।
আজ বেলা সাড়ে দশটা নাগাদ রামজীবনপুর বাইপাশ রাস্তার ধারে এস আই অফিস সংলগ্ন তারকেশ্বর সড়কে পথদুর্ঘটনাটি ঘটে। আরামবাগের দিকে যাওয়া দুই ট্রাকের রেসারেসির মুখে পড়েযান এক সাইকেল আরোহী। সেই সাইকেল আরোহীর উপর দিয়েই ট্রাক চলে যায়। স্থানীয়রা সাইকেল আরোহীকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। পরে তিনি মারা যান। মৃতের নাম অরুণ পাল(৫০),বাড়ি রামজীবনপুর মুখার্জী পাড়ায়(৬ নম্বর ওয়ার্ড)

পেশায় কৃষক অরুণবাবুর ছেলে সন্তু পাল ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছে। মৃতের ভাই বরুণ পাল বলেন,রামজীবনপুর এলাকার সড়কে চলতে গেলে এখন প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয়। দাদা সাইকেলে করে বাড়ির দিকে আসছিল। রাস্তা থেকে নিচেই ছিল। তবুও তার উপর দিয়েই চলে গেল লরি। দুটি লরি রেসারেসি করছিল।

এই দুর্ঘটনার জেরে এলাকার মানুষ পথ আটকে ঘাতক লরিকে আটক ও যাত্রী সুরক্ষায় ওই রাস্তার যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ দেখান। জানাগেছে আরামবাগে গোঘাট থানার পুলিস ঘাতক লরিটিকে আটক করেছে।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsap

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭