এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

শীতের রাতে ঘাটাল কলেজ ক্যাম্পাসে চুরি

Published on: January 9, 2019 । 3:49 AM

গতরাতে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের মধ্যেকার এক জেরক্স সেন্টার চুরি হল। দোকানের মালিক অঞ্জন মাইতি জানায়,গতকাল রাত দশটা পর্যন্ত তাঁর দোকান খোলা ছিল। আজ সকালে এসে তিনি দোকানের চাবি খুলে দেখেন তাঁর দোকানের সমস্তকিছু লণ্ডভণ্ড। পরে দেখেন কলেজের গেট ভেঙে পেছন থেকে তাঁর দোকান কেউ বা কারা লণ্ডভণ্ড করেছে। পরে সমস্ত কিছু মিলাতে গিয়ে দেখেন তাঁর ক্যাশ বাক্স ফাঁকা! কম্পিউটার জেরক্স মেশিন সবই ওলটপালট। সমস্ত বিষয়টি তিনি কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছেন। যেহেতু দোকানটি কলেজ ক্যম্পাসে তাই কলেজের আর কলেজের গেটও ভাঙা হয়েছে তাই অঞ্জন বাবুর বক্তব্য, কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতেই তিনি ঘাটাল পুলিসে অভিযোগ জানাবেন।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177