এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সাতসকালে কলকাতা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে ঘাটালের বাস,আহত একাধিক

Published on: December 22, 2018 । 2:32 AM

সাতসকালেই যাত্রীবাহী বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে পথ দুর্ঘটনা ঘটল ঘাটাল-পাঁশকুড়া সড়কের কেশাপাটে।

সকাল ৭টা ২০ মিনিট নাগাদ কেশাপাট আশালতা নার্সিংহোমের সামনে কলকাতাগামী রামজীবনপুর-কলকাতা বাস ‘প্রিয়জিত’ এর সাথে অপর দিক থেকে আসা একটি মাল বোঝাই লরির মধ্যে মুখোমুখি ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়েযায়।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

বাসটির মধ্যে থাকা যাত্রীদের প্রায় প্রত্যেকেই কমবেশি আহত হয়েছেন। এখনও পর্যন্ত নিহতের খবর নেই। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পূর্ব মেদিনীপুর পুলিস পৌঁছেছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭