এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের দশ পরিবার গেলেন বিজেপিতে

Published on: July 2, 2020 । 8:57 AM

সুব্রত মাউর:দাসপুর ১ নম্বর ব্লকের সড়বেড়িয়া ২ গ্রাম পঞ্চায়েত এলাকার ১০ টি পরিবার বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

দাসপুর বিজেপির তরফে জানানো হয়েছে নবাগতরা সবাই বর্তমান রাজ্য সরকারের কাজে ক্ষুব্ধ হয়েই তাঁদের দলে যোগ দিলেন। এই দশ পরিবারের মধ্যে আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষই বেশি।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭