এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে ৬ বছরের ভাগ্নীকে ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার মামা

Published on: August 16, 2019 । 3:32 PM

নিজস্ব সংবাদদাতা: নানা রকম প্রলোভন দেখিয়ে ৬ বছরের সম্পর্কিত ভাগ্নিকে ধর্ষণ ও যৌন অত্যাচার করার অভিযোগ উঠল মামার বিরুদ্ধে। ঘাটাল থানার চাউলি সিংপুরের বাসিন্দা ওই মামাকে পুলিশ গ্রেপ্তার করেছে। মমার নাম আশিস চক্রবর্তী। সরকার পক্ষের আইনজীবী দিলীপকুমার দাস বলেন,  ১৬ আগস্ট আশিসকে ঘাটাল আদালতে তোলা হলে বিচারক দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
ওই নাবালিকাকে বেশ কয়েক দিন আগেই ধর্ষণ করা হয়েছিল। কিন্তু বছর ২২এর যুবক আশিস বার বার হুমকি দেওয়ায় নাবালিকা ধর্ষণের কথা বাড়িতে বলতে পারেনি। কিন্তু কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকেরা বিষয়টি জানতে পারে। স্বাধীনতা দিবসের দিন আশিসের বিরুদ্ধে ঘাটাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ওই দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ ১৬ আগস্ট আশিসকে আদালতে তোলা হয়।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।