এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে নবম শ্রেণীর ছাত্রীর গায়ে অ্যাসিড ছুঁড়ে মারা হল

Published on: September 9, 2019 । 11:15 PM

নিজস্ব সংবাদদাতা: দাসপুর থানার সুপা গ্রামের এক নবম শ্রেণীর ছাত্রীর গায়ে কে বা কারা অ্যাসিড ছুঁড়ে মারল। আজ ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ ওই ছাত্রীটি সন্ধ্যার পর টিউশন পড়ে বাড়ি ফিরছিল। তখনই তার গায়ে কে বা কারা অ্যাসিড ছুঁড়ে মারে। সে গুরুতরভাবে অ্যাসিডে পুড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনার পেছনে প্রেমের কোনও গল্প আছে কিনা পুলিশ তদন্ত করে দেখছে। দুষ্কৃতীর হদিশ পাওয়া যায়নি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad