এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

খড়ার শহরে দুটি মন্দিরে চুরি

Published on: September 26, 2019 । 9:31 AM

সাহেব পাঠক(খড়ার): বুধবার রাতে খড়ার শহরে পর পর দুটি মন্দিরে চুরি হল। ওই মন্দিরগুলিতে চুরি হওয়ায় শহরে চাঞ্চল্যের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাতে খড়ার শহরের ৭ নম্বর ওয়ার্ডে শিরোমণিদের কালী মন্দিরের গেটের তালা ভেঙে দুষ্কৃতীরা লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চলে যায়। অন্যদিকে পাশের ৮ নম্বর ওয়ার্ড দলপতিপুরে ধর্মরাজের মন্দিরের গেটের তালা ভেঙেও বেশ কিছু সম্পদ দুষ্কৃতীরা নিয়ে পালিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পাওয়ার পরই আজ ২৬ সেপ্টেম্বর সকালে পুলিশ তদন্তে নামে।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now