এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে বিনা খরচে বিসিএস পরীক্ষার কোচিং দেবে মহকুমা প্রশাসন

Published on: October 16, 2019 । 11:52 PM

সুদীপ্ত শেঠ:  নভেম্বর মাস থেকে ঘাটালে বিনা মূল্যে ডব্ল্যুবিসিএস(WBCS) প্রবেশিকা পরীক্ষার কোচিং

দেওয়া হবে। আর  বিনা খরচে পরীক্ষার কোচিং দেওয়ার ব্যবস্থা করেছে খোদ ঘাটাল মহকুমা প্রশাসন।  ঘাটাল মহকুমার বাসিন্দা স্নাতক ও স্নাতকোত্তর যুবক-যুবতী ওই কোচিং নিতে পারবেন।  ওই কোচিং নিতে হলে আপনাকে   www.ghatal.net/wbcs/  লিঙ্কে গিয়ে একটি ফরম ডাউনলোড করতে হবে। ওই ফরমটি পূরণ করে এসডিও অফিসের ডেভেলপমেন্ট সেকশনে গিয়ে জমা দিতে হবে। সপ্তাহে তিন দিন করে এই কোচিং দেওয়া হবে। মহকুমা শাসক, মহকুমা শাসকের অফিসের সমস্ত ডিএমডিসি, ঘাটাল মহকুমা পাঁচটি ব্লকের বিডিওরা ওই কোচিং দেবেন। প্রশাসনের ওই উদ্যোগে খুশি ঘাটাল মহকুমার চাকরিপ্রার্থী যুবক-যুবতীরা। এবিষয়ে আরও বিস্তারিত জানতে হলে 83486 91732 নম্বরে ফোন করতে পারেন বা এসডিও অফিসের ডেভেলপমেন্ট সেকশনে যোগাযোগ করতে পারেন।

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364