এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পথ দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যুকে কেন্দ্র করে দাসপুরে পথ অবরোধ

Published on: November 26, 2019 । 5:59 PM

আজ ২৬ নভেম্বর সাতসকালেই ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর পিরতলায় বাইক দুর্ঘটনায় বাইক চালক সাইব আলির মৃত্যুকে কেন্দ্র করে বকুলতলায় অবরুদ্ধ হল ঘাটাল পাঁশকুড়া সড়কের স্বাভাবিক যান চলাচল।

আজ বিকেল প্রায় ৫টায় মৃত বাইক চালকের পরিবার পরিজন ও এলাকাবাসী বকুলতলায় ঘাটাল পাঁশকুড়া সড়ক অবরুদ্ধ করল। তাদের দাবি ঘাতক গাড়িটিকে ধরে উপযুক্ত শাস্তি।

পরে দাসপুর পুলিশের তৎপরতায় অবরোধ উঠলে যান চলাচল স্বাভাবিক ছন্দে ফেরে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭